শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের পুন:নির্বাচনের বিরুদ্ধে রাশিয়া ও চীন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টির বিরুদ্ধে রাশিয়া ও চীন, এমনটিই মনে করেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে যাক, এটাই চায় ওই দেশ দু’টি।

ট্রাম্প বলেন, রাশিয়া চায়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করুক। কারণ, রাশিয়ার ব্যাপারে কড়া অবস্থান আমার চেয়ে আর কেউ নেয়নি। চীন ও ইরান তার ব্যাপারে একই মনোভাব পোষণ করে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচনে নামার ব্যাপারে ট্রাম্পকে অবজ্ঞা করছে রাশিয়া। চীন ও ইরান একই অবস্থানে রয়েছে। তিন দেশের কেউই চায় না যে, ট্রাম্প আবারও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করুক।

তবে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অভিযোগ উঠেছিল, ট্রাম্পকে জিতিয়ে দিতে রাশিয়ার হস্তক্ষেপ রয়েছে। তবে ট্রাম্প বারবার নিজেকে নির্দোষ দাবি করে। এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়টি নাকচ করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকেও।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ মানুষ আক্রান্ত হতে পারে: ফউসি

সংবাদটি শেয়ার করুন