শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ের মসজিদে কোড স্ক্যান করে পড়া যাবে সাহাবিদের জীবনী

দুবাইয়ের মসজিদগুলোতে কিউআর কোড স্ক্যান করে মহানবী (সা.)-এর সাহাবিদের জীবনী পড়া যাবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে দুবাইয়ের ‘দি ইসলামিক অ্যাফেয়ার অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট ইন দুবাই’ (আইএসিএডি)।

জানা যায়, মসজিদের সাইনবোর্ডে এমন কিউআর কোড স্থাপন করা হবে, যা স্ক্যান করলে মহানবী (সা.)-এর বিখ্যাত সাহাবিদের জীবনী পাঠ করা যাবে। এই আয়োজন থাকবে মহানবী (সা.)-এর পরিবার ও বিখ্যাত সাহাবিদের নামে স্থাপিত মসজিদগুলোতে। যেমন আবু বকর (রা.), ওমর (রা.), খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) প্রমুখ।

আইএসিএডির সিনিয়র প্রগ্রাম ডেভেলপার আম্মার আলী জানান, মহানবী (সা.)-এর সাহাবিদের জীবন ও ইতিহাস সম্পর্কে মানুষকে জানাতে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিউআর কোড স্ক্যান করে তাঁদের জীবনী পাঠ করা যাবে। মুসল্লিরা কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে অনলাইনে সংরক্ষিত সাহাবিদের জীবনী পাঠ করতে পারবেন এবং মসজিদটি সম্পর্কেও জানতে পারবেন তারা।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এ বছর হজে যাচ্ছে না মালয়েশিয়ার নাগরিকরা

সংবাদটি শেয়ার করুন