শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ২শ’ যাত্রী নিয়ে বিমান দুর্ঘটনা, ভেঙে চুরমার

সম্প্রতি ভারতের কেরালায় ২শ’ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পতিত হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কুচহিকোদ বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি কুচহিকোদ বিমানবন্দরে উদ্দেশে রওনা হয়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ খবর লেখা (রাত ৯টা ৫০) পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।

এদিকে, যাত্রীবাহী বিমানটি দুবাই থেকে ফেরার পর অবতরণ করতে গিয়ে ল্যন্ডিং থেকে ছিটকে পড়ে। সাথে সাথে জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

উল্লেখ্য, পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার শিকার বিমানটি মাঝখান থেকে দু’ভাগে ভাগ হয়ে গেছে।

আরও তথ্য আসছে…

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চীন-ভারত বিরোধ মেটাতে চায় যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন