শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কেরালায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু

লাগাতার ভারী বর্ষণের কারণে ভারতের কেরালায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এবং আরও ১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ভোরে কেরালার ইদুক্কি জেলায় এই ঘটনাটি ঘটেছে।

কর্মকর্তারা জানান, ভূমিধসের এই ঘটনাটি ঘটেছে পর্যটন নগরী মুন্নার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রাজামালি এলাকায়। ওই এলাকাটিতে প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ বাস করতো। তবে মাটিতে কতজন চাপা পড়ে আছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি।

তালুক কর্মকর্তারা জানান, ওই এলাকাকে সংযুক্তকারী একটি সেতু গতকাল বৃষ্টির স্রোতে ভেসে গেছে। এতে ওই এলাকায় প্রবেশে অসুবিধার সৃষ্টি হয়েছে। ফলে সেখানে উদ্ধারকারীদের যাওয়া মুশকিল হয়ে পড়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়া বলেন, ঘটনাস্থলে কাজের জন্য স্পেশাস টাস্কফোর্সের ৫০ জন সদস্যকে পাঠানো হয়েছে। এছাড়া সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ভারতীয় বিমানবাহিনীর কাছ থেকে হেলিকপ্টার সহায়তা চাওয়া হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছেন ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন