শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ বৈশ্বিক মন্দার মোকাবিলা

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে নাজেহাল গোটা বিশ্ব। অতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে যেন অসহায় অবস্থায় বিশ্বের পরাশক্তিসহ সকল দেশই। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাসহ ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো রাষ্ট্রগুলোও।

করোনার প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। এতে ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব বাণিজ্য। আর এ অবস্থায় অসহায়ত্বের চিত্র ফুটে উঠল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কথায়।

তিনি বলেন, করোনাভাইরাস আধুনিক সমাজের ‘ভঙ্গুর কঙ্কালটিকে’ প্রকাশ করে দিয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১০ কোটি মানুষকে চরম দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে। গত শনিবার (১৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২ তম জন্মবার্ষিকীতে এ কথা জানান তিনি ।

জাতিসংঘ মহাসচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সবচেয়ে দীর্ঘ বৈশ্বিক মন্দার মোকাবিলা করছি। এই ভাইরাসের কারণে আমরা ঐতিহাসিক অনুপাতে দুর্ভিক্ষেরও সম্মুখীন হতে পারি।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শিশু শিক্ষার্থীদের বিষপ্রয়োগের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

সংবাদটি শেয়ার করুন