শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘লাইভেই’ দাঁত পড়ে গেল সংবাদ উপস্থাপিকার

অনাকাঙ্ক্ষিত ঘটনা সরাসরি সম্প্রচারের সময় কত কাণ্ডই না ঘটে। কিন্তু খবর পড়তে পড়তে উপস্থাপকের দাঁত খুলে যাওয়ার ঘটনা কি দেখেছেন?

মারিচকা পাদৌকো ইউক্রেইনের একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ করছিলেন। হঠাৎ করে তার উপরের পাটির ‍সামনের একটি দাঁত খুলে যায়। তারপরেও কোন ব্যতিক্রম করেননি এই সংবাদ উপস্থাপিকা। এ সময় অত্যন্ত পেশাদার আচরণ করেন তিনি। না থেমে দক্ষতার সাথে মুখ থেকে দাঁত হাতে নিয়ে হাসি হাসি মুখে খবর পাঠ চালিয়ে যান তিনি।

পরে ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘‘সত্যি বলছি, আমি ভেবেছিলাম কেউ ব্যাপারটি বুঝতে পারেনি।

‘‘তবে সেটা আর হয়নি। দর্শক যে এত মনযোগ দিয়ে খবর দেখে সেটা কখনো কল্পনা করিনি।”

নিজের পোস্টের নিচে দাঁত পড়ে যাওয়ার মুহূর্তের ভিডিও লিংক দিয়ে দেন তিনি।

প্রায় এক দশক পূর্বে পাদৌকার ছোট্ট মেয়ে দুর্ঘটনাবশত মায়ের দিকে একটি ধাতব ঘড়ি ছুড়ে মারে, যার কারণে পাদৌকার দাঁত পড়ে যায়। তারপর থেকে তিনি নকল দাঁত পরতেন।

ইউটিউবে পাদৌকার দাঁত পড়ে যাওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে তাকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন।

‘‘যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকুন। আগামীকাল সকালে দেখা হবে,” বলে খবর পাঠ শেষ করেন পাদৌকো।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিক্ষোভ ঠেকাতে সেনা মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

সংবাদটি শেয়ার করুন