শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে প্রাণ গেল ২৫ জনের

ইয়েমেনের আল-জাউফ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নারী ও শিশু অন্তত ২৫ জন নিহত হয়েছে। সৌদি জোটের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে দাবি জানিয়েছে ইয়েমেন।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইয়েমেনিদের জীবন রক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, যে সকল দেশ ঘাতকদের হাতে ধ্বংসাত্মক অস্ত্র ও বোমা তুলে দিচ্ছে তারাই এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী। অথচ সৌদি জোট ইয়েমেনে নির্বিচারে শিশু হত্যা অব্যাহত রাখলেও রাজনৈতিক চাপ ও অর্থের কাছে নতিস্বীকার করেছে জাতিসংঘ।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইরান বলেছে, আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে সৌদি আররের নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধাপরাধ চলছে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফের বৈরুতের বন্দরে ভয়াবহ আগুন

সংবাদটি শেয়ার করুন