মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সুদানে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন প্রেম জিৎ সিং

সম্প্রতি আফ্রিকার দেশ সুদানের দারফুরে করোনা মোকাবিলায় নিরলসভাবে পরিশ্রম করার কারণে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ভূয়সী প্রশংসা করেছেন উনামিড মিশনের সার্পোট ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রেম জিৎ সিং।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগে এলফেশার সুপার ক্যাম্পে স্থানীয় কর্মীদের মাঝে পিপিই বিতরণ এবং সুপার ক্যাম্প পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে প্রেম জিৎ সিং এই প্রশংসা করেন।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল প্রেম জিৎ সিং বাংলাদেশে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করে জানান, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশ সঠিক পথে রয়েছে।’

এছাড়া, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশনস অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) মাসুক মিয়া জানান, ‘বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট প্রথম থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কোভিড অপারেশনাল গাইড লাইন অনুযায়ী আমরা আমাদের অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছি।‘

এদিকে, লকডাউনের কারণে স্থানীয় কর্মীরা এলফেশার সুপার ক্যাম্পে আসতে না পারায় তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম জানান, ‘করোনা মহামারির প্রথম থেকেই বাংলাদেশ পুলিশ খুব প্রশংসনীয় কাজ করছে। আমরা ইতোপূর্বে করোনাভাইরাসের বিস্তাররোধে এলফেশার সুপার ক্যাম্পে কর্মরত স্থানীয় কর্মীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা স্থানীয় কর্মীদের মাঝে মাস্ক এবং পিপিই বিতরণ করেছি।’

আরও পড়ুনঃ  বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করল পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন