শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকাতে বেকার সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩০ কোটি

করোনার কারণে আমেরিকায় ৩০ কোটির বেশি মানুষ বেকার হয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। তার মধ্যে এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছে ২ কোটি ৫ লাখ মানুষ।

আইএলও মহাপরিচালক গাই রাইডার জানিয়েছে, করোনার কারণে বেকার হওয়া এসব মানুষকে আবার শ্রমবাজারে নিয়ে আসতে কমপক্ষে ১০ বছর সময় লেগে যাবে।এছাড়া এই মহাদেশটিকে বেকারত্ব প্রবণ অঞ্চল হিসেবেও চিহ্নিত করেছে সংস্থাটি।

এদিকে, লকডাউনে কর্মঘণ্টা কমিয়ে বেশিরভাগ প্রতিষ্ঠানই চলছে সীমিত আকারে। এতে দ্বিতীয় দফায় ১৩ দশমিক ১ শতাংশ মানুষ আবারও চাকরি হারাবে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  ফেস মাস্কের আন্তর্জাতিক বাজার ধরতে পারেনি বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন