শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের ল্যাবরেটরিতেই করোনাভাইরাসের উৎপত্তি : ট্রাম্প

চীনা ল্যাবরেটরিতে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জানিয়েছিলেন ভাইরাসটি ‘মানবসৃষ্ট বা জেনেটিকভাবে পরিবর্তিত’ নয় বলে তারা নিশ্চিত হতে পেরেছে। খবর বিবিসি।

তবে ভাইরাসটি ল্যাবে তৈরি হয়েছে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, ‌এখন পর্যন্ত আপনি কি এমন কিছু দেখতে পারছেন যা থেকে আপনার মনে হবে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাসের উৎপত্তি?

‌হ্যা, আমি দেখেছি- নির্দিষ্ট করে কিছু না জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জিত হওয়া উচিত কারণ তারা চীনের গণযোগাযোগ সংস্থার মতই কথা বলছে।

পরে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যখন নিজের মন্তব্য নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত বলার অনুমতি নেই আমার।

আরও পড়ুনঃ  আখাউড়ায় মাছের উৎপাদন বেড়েছে

সংবাদটি শেয়ার করুন