শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেনে করোনায় একদিনে ৬৮০ জনের মৃত্যু

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮০ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৯১ জনে।

ইতালিতে করোনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২২ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ২৭৩ জন।

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া মাদ্রিদের একটি হাসপাতালের ভিডিওতে দেখা যায়, হাসপাতালে জায়গা না পেয়ে শত শত মানুষ বারান্দায়, ব্যালকনিতে কিংবা হাসপাতাল কক্ষের সামনে শুয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই হাঁচি-কাশি দিচ্ছেন। অনেকেই অক্সিজেন নিচ্ছেন। এছাড়া আরও শত শত মানুষকে হাসপাতালের ওয়েটিং রুমে অপেক্ষা করতে দেখা যায়।

হাসপাতাল কর্মীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কারের নেতা জাভিয়ার গার্সিয়া জানান, হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোর ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে অনেকেই শয্যা না পেয়ে মেঝেতে অথবা প্ল্যাস্টিকের চেয়ারে ৩০ ঘণ্টার বেশি সময় ধরে বসে আছেন।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কুয়েতে চরম বিপাকে রয়েছে ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি

সংবাদটি শেয়ার করুন