শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২২৮

কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২২৮

ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে কেনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে।

রোববার (৫ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার দেশ কেনিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তবে মে মাসে দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও অন্যান্য অবকাঠামো।

দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। বাড়ি ছাড়া হয়েছেন দুই লাখের বেশি।

এদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলও। দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে ঘর ছেড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। শনিবার (৪ এপ্রিল) ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, প্রবল বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬৭ বাসিন্দা। তবে নিহতদের এই তালিকায় প্লাবিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে প্রাণ হারানো দু’জনকে রাখা হয়নি। সূত্র: রয়টার্স, এএফপি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাস্তবে দেখা মিলল ‘টম অ্যান্ড জেরি’র

সংবাদটি শেয়ার করুন