শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় একদিনে প্রাণ হারাল ১০৭ ফিলিস্তিনি, নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ২৭ হাজার

গাজায় একদিনে প্রাণ হারাল ১০৭ ফিলিস্তিনি, নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ২৭ হাজার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ১০৭ ফিলিস্তিনি।

এছাড়া, গত ৭ অক্টোবর থেকে শুরু এমন হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার ৫৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। চার মাসের এই সংঘাতে এখন পর্যন্ত ৬৬ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ইসরায়েলের মূলভূখণ্ডে ৭ অক্টোবর গাজার সশস্ত্রগোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জেরে কয়েক ঘণ্টার মধ্যে অভিযান শুরু করে তেলআবিব। যার ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব এখনও চলছে।

সপ্তাহ খানিক যুদ্ধবিরতি ছাড়া চার মাস ধরে সেখানে নিরীহ গাজাবাসীর ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তেলআবিব।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাইডেন আমেরিকাকে ধ্বংস করবেন : ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন