শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় একদিনে আরও ১৩৫ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে শনিবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের স্থল বাহিনী ও বিমান হামলায় গত তিন মাস ধরে চলা এ যুদ্ধে সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৩১২ জন। যার মধ্যে অনেকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

এ পর্যন্ত সবমিলিয়ে আহত হয়েছেন ৬০ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে অনেকেই জীবন-মৃত্যুর সন্নিকটে রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা। তাদের এ হামলায় কয়েকশ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাসের এই হামলার পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই শতশত মানুষের মৃত্যু হচ্ছে।

এছাড়াও, যুদ্ধবিষয়ক সংস্থা অক্সফাম জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় গড়ে ২৫০ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। একুশ শতকে বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে; সেগুলোর মধ্যে গাজায় সবচেয়ে বেশি প্রাণহানী হচ্ছে। সূত্র: আলজাজিরা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজায় ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল

সংবাদটি শেয়ার করুন