শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আর্জেন্টিনায় স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আর্জেন্টিনায় স্পোর্টস ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরাতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। প্রবল ঝড়ের মধ্যে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (১৭ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ের মধ্যে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়াও শহরের মেয়রের কার্যালয় সূত্রে জানা গেছে, স্পোর্টস ক্লাবে স্কেটিং প্রতিযোগিতা চলছিল এবং একপর্যায়ে সেখানে ছাদ ধসে পড়ে। মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যবশত, জরুরি পরিষেবা বাহিয়েন্স ডেল নর্তে ক্লাবে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে’।

এ ছাড়াও আরও বলা হয়েছে, ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকেদের উদ্ধারে সেখানে দমকলকর্মীরা কাজ করছেন। এএফপি বলছে, ঝড়ের সময় আর্জেন্টিনার বন্দর নগরীতে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও (৮৭ মাইল) বেশি বেগে বাতাস রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারণে শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিনিয়োগকৃত ৮০০ কোটি ডলার ফিরিয়ে নেবে সৌদি

সংবাদটি শেয়ার করুন