শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুড়ছে আমিরাত, তাপমাত্রা পেরিয়েছে ৫২ ডিগ্রি

পুড়ছে আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। খবর গালফ নিউজের

শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

অতিরিক্ত গরমের কারণে ‘মিড ডে ব্রেক’ নামে একটি নিয়ম চালু করেছে আমিরাত সরকার। এ নিয়ম অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে হবে।

নিয়ম অমান্য করে কেউ যদি শ্রমিকদের ওই সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেন, তাহলে ওই মালিককে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর নিষিদ্ধ সময়ের মধ্যে একাধিক কর্মীকে কাজ করানো হলে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।

তাপমাত্রা বেড়ে যাওয়া গরমও বেড়েছে। এমন পরিস্তিতিতে বাসিন্দাদের সূর্যের তাপের নিচে না যেদে নিষেধ করেছেন চিকিৎসকরা।

এছাড়া ‘বাইরে যাওয়ার প্রয়োজন হলেও ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে হবে। পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে, সানগ্লাস পরতে হবে ও সঙ্গে পানি রাখতে হবে।’

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাশিয়ায় ইসলামিক বিনিয়োগ: ওআইসি দেশগুলোর ব্যবসার নতুন সুযোগ

সংবাদটি শেয়ার করুন