বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (বুধবার) সকাল ১১টায় প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন ভবনের গাড়ির বারান্দার সামনে ফিরে (এসে) শেষ হয়।

পরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও বীমার গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী- জিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মেঘনা লাইফ ইন্সুরেন্সের জেলা ব্যবস্থাপক হারুনুর রশিদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জেলা ব্যবস্থাপক ফেরদৌস হোসেন ও পপুলার লাইফ ইন্সুরেন্সের জেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পরবর্তী মহামারির জন্য প্রস্তুত নয় বিশ্ব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংবাদটি শেয়ার করুন