শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপে আগুনে দুই বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

মালদ্বীপে আগুনে এক বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

মালদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে ৮ ভারতীয় ও ২ জন বাংলাদেশি নাগরিক।

এ ঘটনায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি-কে ফোন করে মালেতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন।

আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা বলে ধারনা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদকে  অনুরোধ করেছেন।

ড. মোমেন এ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

জানা যায়, রাজধানী মালেতে যে ভবনে আগুন লেগেছে, সেখানে মূলত বিদেশি শ্রমিকরা থাকেন। ভবনের নিচতলায় একটি গ্যারেজ আছে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই ভবনের উপরের তলা থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তারা ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মাস্ক তৈরিতে বাংলাদেশকে সাহায্য করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংবাদটি শেয়ার করুন