শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহতের তথ্য জানালো যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহতের তথ্য জানালো যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে ধারণা প্রকাশ করছেন জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি। যুদ্ধে এ পর‌্যন্ত ৪০ হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছে বলে প্রকাশ করেন। খবর: বিবিসি

হতাহের সংখ্যা বাড়তে থাকায় শীতে আসার পূর্বে উভয়পক্ষকে বিষয়টি ভাবাতে পারে। যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা উপলব্ধি হতে পারে মস্কো-কিয়েভের। প্রচণ্ড শীতে যুদ্ধে লড়াই মন্থর হয়ে পড়তে পারে বলে জানান মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

তিনি বলেন, আপনি ভালোভাবে দেখছেন গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ রুশ সেনা নিহত ও আহত হয়েছেন। সংখ্যাটা ইউক্রেনের ক্ষেত্রেও একই হতে পারে।

মস্কো গত সেপ্টেম্বরে যুদ্ধে নিজেদের হতাহতের কথা জানিয়ে দাবি করেছিল সংঘাতে তাদের ৫ হাজার ৯৩৭ জন রুশ সেনা নিহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উল্লেখযোগ্যভাবে অধিক মৃতের খবর খারিজ করে দেন। ইউক্রেনও নিজেদের সেনা হতাহতের বিষয়টি পরিষ্কার করেনি।

তবে, জাতিসংঘের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর প্রায় ৮০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে শরণার্থী হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনার প্রকোপে ইউরোপে তীব্র অর্থনৈতিক মন্দা

সংবাদটি শেয়ার করুন