শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

খনি থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক

খনি থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক

দক্ষিণ কোরিয়ার একটি জিংক খনিতে টানা ৯ দিন আটকে থাকার পর রুদ্ধশ্বাস অভিযানে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই শ্রমিকের বেঁচে আসার ঘটনাকে ‘অলৌকিক’ বলছেন উদ্ধারকারীরা। খবর: এএফপি

ঘটনার সূত্রপাত গত ২৬ অক্টোবর। সেদিন দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় বোংগওয়ায় ওই জিংক খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখান কাজ করা দুই শ্রমিক মাটির ৬২০ ফুট গভীরে আটকে যান। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার ৯ দিন পর শুক্রবার উদ্ধারকারীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৬২ ও ৫৬ বছর বয়সী ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। নিজেদের উষ্ণ রাখতে ওই দুই শ্রমিক খনির একটি টানেলে প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি ও আগুন জ্বালিয়েছিলেন।

ফায়ার বিভাগের উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া অফিসার লিম ইয়ুন-সুক বলেন, ‘তাদের কাছে কফি পাউডার মিক্স ছিল। আমাকে বলা হয়েছে তারা এগুলো আহার হিসেবে খেয়েছেন। তাছাড়া খনির ভেতরে যে পানি গিয়েছিল সেগুলো তারা পান করে বেঁচে ছিলেন।’

তবে, এ ঘটনায় বেঁচে ফেরা শ্রমিকদের পরিবার এখনো বিশ্বাস করতে পারছেনা যে তারা জীবিত রয়েছেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজায় বিমান হামলায় নিহত সংখ্যা বেড়েই চলছে

সংবাদটি শেয়ার করুন