শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের পিছিয়েছে ‘আরআরআর’ সিনেমার মুক্তি

কয়েক দফায় পিছিয়েছে দক্ষিণের বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’-এর মুক্তি। করোনা পরিস্থিতির কারণে ফের স্থগিত করা হলো এর মুক্তি।

বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজমৌলি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর। এছাড়া আরও আছেন আলিয়া ভাট, অজয় দেবগন।

গত কয়েক দিন ধরেই ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগী বেড়ে চলেছে। গত শুক্রবার তামিলনাড়ু সরকার ঘোষণা দেয়, রাজ্যের আগে স্পা, জিম এবং সিনেমা হলগুলো আগে ৫০ শতাংশ খোলা রাখা হতো এখন পুরোপুরি বন্ধ রাখতে হবে।

সেজন্যই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান পিছিয়ে দিয়েছে ‘আরআরআর’ ছবির মুক্তি। তবে কবে এটি মুক্তি পাবে তা এখনও বলা হয়নি।

১৯২০ সালের পূর্ব-স্বাধীন যুগে নির্মিত একটি কাল্পনিক কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটিতে দুই খ্যাতিমান যোদ্ধা অলুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবন দেখানো হবে।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন মৌসুমী

সংবাদটি শেয়ার করুন