শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাই চলচ্চিত্রে টালিউডের ঋতুপর্ণা-অঙ্কুশ

টালিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্রনায়ক অঙ্কুশ হাজরাকে নিয়ে ‘ছোট মা’ নামে নতুন একটি চলচ্চিত্রে নির্মাণের ঘোষণা দিয়েছে শাপলা মিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ইতোমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। তারা ছবিটিতে অভিনয়ের সম্মতি দিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিংয়ে ঢাকায় আসবেন তারা।

যুগল পরিচালক অপূর্ব-রানা ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু।

অপূর্ব জানিয়েছেন, ছবিতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। নায়িকার চরিত্রটির জন্য বাংলাদেশের নবাগত কোনও অভিনেত্রীকে নির্বাচন করা হবে।

কিন্তু এ বিষয়ে বক্তব্য জানতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও অঙ্কুশ হাজরার সাথে যোগাযোগ করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি।

শাপলা মিডিয়া জানায়, ‘ছোট মা’ ছাড়াও একই প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের সঙ্গে ‍‘জখম’ শিরোনামে আরেক চলচ্চিত্রেও কাজ করবেন ঋতুপর্ণা।

১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর নব্বইয়ের দশকেই ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশেও জনপ্রিয়তা পান তিনি।

সর্বশেষ ২০১৮ সালে অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে দেখা যায় তাকে।

এদিকে অঙ্কুশ হজরা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ফিল্মফেয়ারে মনোনিত হলেন বাংলাদেশের তন্বী

সংবাদটি শেয়ার করুন