শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন বছর ভারতের ভিসা পাবেন না জাহারা মিতু

তিন বছরের জন্য অভিনেত্রী জাহারা মিতুর ভিসা স্থগিত করেছে ভারতীয় হাইকমিশন। এর ফলে তিন বছর ভারতে যেতে পারবেন না বাংলাদেশি এই চলচ্চিত্র অভিনেত্রী।

জানা গেছে, কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব এর বিপরীতে ‘কমান্ডো’ সিনেমায় কাজ করছেন জাহারা মিতু। গত ১৮ ডিসেম্বর থেকে কলকাতায় শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল তার। তবে মিতুকে ছাড়াই কলকাতায় শুটিং করেন পরিচালক শামীম আহমেদ রনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসা নিতে যাবেন বলে ভিসা আবেদনে উল্লেখ করেছিলেন মিতু। পরে তথ্য গোপন করার কারণে তিন বছরের জন্য তার ভিসা স্থগিত করে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন তদন্ত করে জানতে পারে, মিতু আসলে অসুস্থ নন। যাবেন ছবির শুটিং করতে। আর এতেই ঘটে বিপত্তি, শাস্তিস্বরূপ তিন বছরের জন্য ভারত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।

এই বিষয়ে মিতু কিছু না বললেও মুখ খুলেছেন ছবিটির ব্যবস্থাপক শরীফ উদ্দিন। তিনি বলেন, আমরা চেয়েছিলাম মিতুর পুরো অংশটুকু কলকাতায় শুটিং করতে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন বাংলাদেশে শুটিং করতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৩২ জনের হাতে উঠলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সংবাদটি শেয়ার করুন