শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার ‘ছেলেধরা’য় দেখা যাবে জয়াকে

কলকাতার ‘ছেলেধরা’তে কাজ করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। শিলাদিত্য মৌলিকের তৃতীয় এই ছবিটির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। ‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’-এর সাফল্যের পর শিলাদিত্য এই ছবিটির কাজ শুরু করতে চলেছেন।

জানা গেছে, ‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী। এরপর নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধরা’।

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাঁদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে।

এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করবেন, অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদার।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  দেশের বাইরে যাচ্ছে ‘পরাণ’

সংবাদটি শেয়ার করুন