শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চলচ্চিত্র নির্মাণে অনুদান বাড়িয়ে ৭৫ লাখ করলো সরকার

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০১৮-১৯ অর্থ বছরে সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দিয়েছিল তথ্যমন্ত্রণালয়। তবে এই বছর অনুদানের টাকার পরিমাণ বাড়িয়ে ৬০ থেকে করা হয়েছে ৭৫ লাখ। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। সেখানে জানানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য। সেখানে জানানো হয়, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেয়া হবে। আর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র কমপক্ষে ১০টি সিনেমা হলে মুক্তির দিতে হবে।

এবার একটি শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলে আরেক নীতিমালায় জানানো হয়েছে

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  অ্যাকশন দৃশ্যের অনুশীলনে থাইল্যান্ড যাবেন বাপ্পী

সংবাদটি শেয়ার করুন