শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভক্তদের মাতিয়ে রাখতে ‘পিংক ফ্লয়েড’ এর ইউটিউব কনসার্ট

লকডাউনে ঘরে বসে থাকা ভক্তদের মাতাতে অনলাইনে কনসার্ট প্রকাশ করা শুরু করেছে বিশ্ববিখ্যাত ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ব্যান্ডটির অফিশিয়াল পেজ থেকে দেয়া ঘোষণা অনু্যায়ী ১৭ এপ্রিল থেকে অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই কনসার্ট সিরিজ প্রকাশ করা শুরু করেছে ব্যান্ডটি।

তাদের লাইভ অ্যালবাম ‘পালস’-এর কনসার্ট ফিল্ম পোস্ট করে এই কনসার্ট সিরিজ শুরু করে ব্যান্ডটি। ভিডিও পোস্টের পাশাপাশি করোনা আক্রান্তদের ফান্ডের জন্য ডোনেশনের ব্যবস্থা করেছে তারা। যে কেউ চাইলে এর মাধ্যমে করোনা আক্রান্তদের সহযোগিতা করতে পারবেন।

ব্যান্ড থেকে জানানো হয়, বিশ্ব জুড়ে মানুষ এখন ঘর বন্দি। এই সময় দীর্ঘ হওয়ার সঙ্গে মানুষের মধ্যে একঘেঁয়েমি ও হতাশা তৈরি হচ্ছে। তাই তাদের ভক্তদের এই সময়টা ভালো রাখার জন্য তারা এ উদ্যোগ নিয়েছেন। যেখানে তাদের পুরনো অনেক আর্কাইভ দেখানো হবে। ‘পালস’-এর পর ‘ডিভিশন বেল’ ট্যুর, ‘কম্ফোর্টেবলি নাম্ব’ ট্যুরের ভিডিও পোস্ট করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  কলকাতার 'ছেলেধরা'য় দেখা যাবে জয়াকে

সংবাদটি শেয়ার করুন