রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন কিংবদন্তি গায়ক জন প্রাইন

মরণঘাতী করোবনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক খ্যাাতমান অভিনেতা ও শিল্পী প্রাণ হারিয়েছে বিশ্বজুড়ে। এবার সেই তালিকায় যোগ হলো গ্র্যামি-জয়ী বিখ্যাত গায়ক জন প্রাইনের নাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২ এপ্রিল প্রাইনের স্ত্রী ফিওনা জানিয়েছিলেন জন প্রাইন খুবই অসুস্থ। তার ৫ দিন পরেই চির বিদায় নিলেন প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী। গীতিকার হিসেবেও সমান জনপ্রিয় ছিলেন প্রাইন। তার গান কণ্ঠে ধারণ করেছেন অন্য গায়করাও।

জন প্রাইন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সেই রপ্ত করেছিলেন গিটার। শিক্ষার্থী ছিলেন শিকাগোর ওল্ড টাউন স্কুল অব ফোক মিউজিকের। ৬০ এর দশকের শেষ দিকে ইউএস আর্মির হয়ে পশ্চিম জার্মানিতে কাজ দীর্ঘদিন। শিকাগোতে ডাক পিয়নের কাজ করেছেন অনসরের পর। পাশাপাশি শখের বশেই চালিয়েছেন গান লেখা ও গাওয়া।

১৯৭১ এ আটলান্টা রেকর্ডস থেকে সেলফ-টাইটেলড প্রথম অ্যালবাম প্রকাশ করেন প্রাইন। অ্যালবামটি প্রকাশের পর সমালোচকদের প্রশংসা পায়। গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পীর নিজের নামে ১৯টি স্টুডিও অ্যালবাম ছিল।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন ৭১ শতাংশ

সংবাদটি শেয়ার করুন