বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে স্থগিত চলচ্চিত্র দিবস উদযাপন

জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হচ্ছে আট বছর ধরে। ২০১২ সালের ৩ এপ্রিল থেকে শুরু হয় এই দিবস পালন করা। বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির জন্য এবার ঠিক সময়ে দিবসটি উদযাপন করা যাচ্ছে না।

জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন স্থগিত করা হয়েছে প্রানঘাতী করোনার আতঙ্কে। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দিবসটি উদযাপন করা হবে।

তিনি জানান, ঐতিহ্য ধরে রাখার জন্য সাধারণভাবে দিবসটি পালনের ইচ্ছে ছিল। তবে সব ধরনের আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তাই আর নিয়ম রক্ষাও হলো না।

সপ্তাহ-তিনেক আগে থেকে নানা প্রস্তুতি শুরু করেছিল জাতীয় চলচ্চিত্র দিবসকে ঘিরে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। তবুও দিবসটি উদযাপন করা সম্ভব হলো না।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনার প্রভাবে বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতন

সংবাদটি শেয়ার করুন