শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

অস্ট্রেলিয়ার সিডনি শহরে আগামী ৮ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০২২’। যা চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রতিযোগিতা পর্বের জুরি বোর্ডের বিচারকের দায়িত্ব পেয়েছেন।

এই বিভাগের বিচারক হয়ে প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্য থেকে একটিকে পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করবেন তিনি।

ফারুকীর সাথে জুরি বোর্ডে থাকবেন- অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); যিনি একই সাথে জুরি সভাপতিও, বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) ও কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

স্টেট থিয়েটারে আগামী ১৯ জুন উৎসবের পর্দা নামবে। সিডনি চলচ্চিত্র পুরস্কার বিজয়ীর নামও ঘোষণা করা হবে শেষ দিনেই। এর আগে গত বছর সিডনি চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের ছবি ‘দেয়ার ইজ নো ইভিল’।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মুক্তির অপেক্ষায় শোনো

সংবাদটি শেয়ার করুন