শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় এ আর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কনসার্টটির আয়োজক।

আজ সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন বিখ্যাত এই সঙ্গীতশিল্পী।

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’- শীর্ষক কনসার্টটি। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ গান পরিবেশন করবেন ভারতের বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

কনসার্টে এ আর রহমানের সাথে আরও গান গাইবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ। এছাড়া গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড শিল্পীগোষ্ঠী মাইলস।

ইতোমধ্যে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  আবারও মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালি’

সংবাদটি শেয়ার করুন