শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাতে অস্ত্র তুলে নিলেন মিস ইউনিভার্স ইউক্রেন

রাশিয়ার সামরিক অভিযান থেকে নিজ মাতৃভূমিকে রক্ষা করতে পুরুষদের পাশাপাশি ইউক্রেনের বহু নারী হাতে অস্ত্র তুলে নিয়ে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দেশটির সাবেক মিস ইউক্রেন-২০১৫ বিজয়ী আনাস্তাসিয়া লেনা।

এর আগে কিরা রুদিক নামে একজন নারী সংসদ সদস্যকেও হাতে অস্ত্র তুলে নিতে দেখা গেছে। সম্প্রতি, এই মিস ইউক্রেন নিজের টুইটার অ্যাকাউন্টে অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন। সেখানে বুঝা যাচ্ছে, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে ছবিটি তুলেছিলেন।

বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে পুরুষের পাশাপাশি হাজারো নারীরা হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে।

ইউক্রেনের প্রায় ৩৬ হাজার অস্ত্র চালনায় প্রশিক্ষিত নারী সদস্য রয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম সশস্ত্র শক্তিশালী নারী বাহিনীর অধিকারীও ইউক্রেন। দেশটির বহু পরিবার নিজেদের ছেলে সন্তানের পাশাপাশি কন্যা সন্তানকেও যুদ্ধে পাঠাচ্ছে। যেকোনো মূল্যে রুশ আগ্রাসন থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষায় সর্বদা প্রস্তুত দেশটির নাগরিকরা।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ভক্তদের মাতিয়ে রাখতে ‘পিংক ফ্লয়েড’ এর ইউটিউব কনসার্ট

সংবাদটি শেয়ার করুন