বৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না’

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (পিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, আমাদের টিকাদান কর্মসূচি জোরালোভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও সংক্রমণের খবর পাইনি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরও এ ব্যাপারে নজর রাখছে। করোনা বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। এখনও ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা। কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলা করতে হবে সেটাই সিদ্ধান্ত।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় মারা যেতে পারে যুক্তরাষ্ট্রের ১০ লাখ নাগরিক!

সংবাদটি শেয়ার করুন