বিবাহিত আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ৩০ জানুয়ারির মধ্যে হলের সিট না ছাড়লে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
কর্তৃপক্ষের এমন নোটিশে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। গত ১১ ডিসেম্বর এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয়া হয়েছে হলের বোর্ডে।
নোটিশে উল্লেখ করা হয়, হলের নিয়ম অনুযায়ী বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হলো।
নোটিশে বলা হয়েছে, কোনো ছাত্রী বিবাহিত থাকলে অবিলম্বে হল কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় সিট তো ছাড়তেই হবে, তার সাথে গুণতে হবে জরিমানা।
বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বিবাহিত-অবিবাহিত সবারই হলে থাকার অধিকার রয়েছে। হলে অনেক বিবাহিত শিক্ষার্থী রয়েছেন। এ ধরনের আইন অবিলম্বে বাতিল করা উচিৎ।
আনন্দবাজার/ টি এস পি