শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে ০৮ জুলাই ২০২০ সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে। এসময় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানাের পাশাপাশি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা করা হয়।

এসময় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য ২০১২ সালে ১৪ জুলাই রিজেন্ট বাের্ডের ৭ম সভায় প্রতিবছর ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০০১ সালের ৮ জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় আইন পাশ হয়। জাতির জনকের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই অনেক বাধার সম্মুখীন হয়। বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর অত্র বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘােষণা করে। ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করে। ২০ জানুয়ারি ২০১০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এর আইন বাস্থবায়নের জন্য সরকার এসআরও জারি করে। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরম্ন হয়। “

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মােঃ শাহজাহান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন মােঃ আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড . মােঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি আব্দুর রহমান, শেখ রাসেল হলের প্রভােষ্ট মােঃ ফায়েকুজ্জামান মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, অফিসার্স এসােসিয়েশনের সভাপতি মােঃ নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, কর্মচারী সমিতির সভাপতি মােঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিকক্ষ, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাজারো শিক্ষার্থীর ভালোবাসায় সিক্ত ইবির বিদায়ী উপাচার্য

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন