শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

নতুন কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাঙ্গীরাই দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট ) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মাদ্রাসা ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হোসেন।

সহকারী সুপার মাওলানা আব্দুর রহিম সরকারের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান আজিজি, জহিরুল ইসলাম।

বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বারেক শাহী, মাওলানা আশিকুর রহমান, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম, আতিকুল ইসলাম, মাশুদুর রব, আব্দুল বাতেন, অভিভাবক আব্দুল হেকিম ইমন, আব্দুল সামাদ প্রমুখ।

বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পরামর্শ দেন। মাদ্রাসার ভালো ফলাফল অর্জনে শিক্ষকরা আন্তরিকভাবে পাঠ দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বসন্তের বর্ণিল আয়োজনে মেতেছে ইবি

সংবাদটি শেয়ার করুন