শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে- সমাপনী অনুষ্ঠিত

জয়পুরহাটে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে- দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয় সমূহে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন- জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে  ২দিনব্যাপি আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালা শেষ হয়েছে (সমাপনী অনুষ্ঠিত হয়েছে)।

আজ (বৃহস্পতিবার) দুপুরে শহরের মজিবুর রহমান ঢালী মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার কমিশনার ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি- শাম্মীম আজিজ সাজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে- অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল (বুধবার)শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ২দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালা শুরু (উদ্বোধন) হয়েছিল। 

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সাত কলেজে মৃত্তিকা বিজ্ঞানের অন্তর্ভুক্তি

সংবাদটি শেয়ার করুন