ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

জয়পুরহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

জয়পুরহাটে আজ (রবিবার) জেলার ৫টি উপজেলার মোট ৩১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা- সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জয়পুরহাটের পাঁচবিবি ,ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার মোট তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের (রবিবার) প্রথম দিনের এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষায় – মোট ৩১টি কেন্দ্রের ১২হাজার ৪৬৬জন পরীক্ষার্থীর মধ্যে মোট ২২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর মধ্যে এসএসসি পরীক্ষায়- মোট ১৭টি কেন্দ্রে ৮হাজার ৫৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮হাজার ৪৬৭জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল- ৬৯জন।

দাখিল পরীক্ষায় মোট ৭টি কেন্দ্রে- ২হাজার ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২হাজার১১৩ জন উপস্থিত ছিল।
অনুপস্থিত ছিল- ১২৬ জন।

এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) মোট ৭টি কেন্দ্রের- ১হাজার ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৩৭ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩২জন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন