শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শিক্ষাঙ্গন ও শিক্ষার মান উন্নয়নে কলেজ শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা 

মঙ্গলবার জয়পুরহাটে শহরের ধানমন্ডি এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান- জয়পুরহাট মহাবিদ্যালয়ে(সাবেক জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজ) শিক্ষাঙ্গন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে  কলেজ শিক্ষক-কর্মচারীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে প্রতিষ্ঠানটির শেখ রাসেল ডিজিটাল ল্যাব হলরুমে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেহের নেগার শিউলির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন- জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ সওদাগর মোঃ সালাউদ্দিন হিরো, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য-আওয়ামী লীগ নেতা নন্দলাল পারশি ও কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক শাহজাহান সিরাজ মিঠু ।

মিলনমেলায় ওই কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক কর্মচারী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- প্রীতিভোজ ও তৃতীয় পর্বে কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলামী বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন