শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে

জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীকরণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আজ সোমবার সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা শিক্ষক সমিতি আয়োজিত ঘন্টাব্যাপী এ  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন  চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন,পাঁচবিবি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, শামসুল আলম প্রমুখ।

বক্তাগণ বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দান করি। কিন্তু সে অনুযায়ী আমরা পারিশ্রমিক পাই না। চাকরি করেও আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। আমরা আর্থিক নিরাপত্তা সহ আমাদের প্রাপ্য সম্মান চাই। এজন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই। আমাদের বিশ্বাস দেশের মহান প্রধানমন্ত্রী আমাদের এই নায্য দাবি মেনে নিয়ে শিক্ষক হিসেবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবেন।মানব বন্ধন শেষে জয়পুরহাট জেলা প্রশাসক এর কাছে স্প্শা স্মারকলিপি দেয়।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পিএইচডি অর্জন করলেন ঢাবির সহকারী প্রক্টর আব্দুর রহীম

সংবাদটি শেয়ার করুন