বাংলাদেশ ইতিহাস পরিষদের নতুন কর্ম সংসদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত পরিষদের ত্রয়োদশ দ্বিবার্ষিক সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট এ নব কমিটি গঠিত হয়। আগামী ২০২৩ ও ২০২৪ সালের জন্য এ নতুন কর্ম সংসদ গঠিত হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. নাজমা খান মজলিস,অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী,অধ্যাপক মোঃ মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস নির্বাচিত হয়েছেন ।
কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন। যুগ্ম-কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. এস এম মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. একেএম খাদেমুল হক ও অধ্যাপক সুরাইয়া আক্তার। পত্রিকা সম্পাদক হিসেবে অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ও অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান,অধ্যাপক মনজুরুল আলম খান, অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া, অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. এমরান জাহান, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহম্মেদ,অধ্যাপক ড. মহসিন উদ্দিন ফিরোজ, অধ্যাপক ডক্টর নুসরাত ফাতেমা, অধ্যাপক ড. এটিএম সামছুজ্জোহা,অধ্যাপক জামাল নাছের, মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা, এসএম ফারুকী হাসান, ড. মো. নুরুল আমিন, মাহমুদুর রহমান এবং ওমর ফারুক।
আনন্দবাজার/কআ