শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিআইইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বুধবার ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে “একাত্তরের বুদ্ধিজীবী : আমাদের চেতনার বাতিঘর” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া মহান স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা কয়েকজন শিক্ষক হত্যার মাধ্যমে হানাদার পাক বাহিনী বুদ্ধিজীবী নিধণ শুরু করে। বাঙালী জাতিকে মেধা শূন্য করতে বিজয়ের চূড়ান্তক্ষণে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে হানাদার বাহিনী সহাস্রাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে নিজ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে রায়েরবাজার এবং মিরপুরের বধ্যভূমিতে হত্যা করে। কিন্তু তারা বাংলাদেশের বিজয়কে রুখতে পারেনি। বাংলাদেশ বর্তমানে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে  উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আর্শেদ আলী মাতুব্বর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ বক্তব্য রাখেন।

সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক আমীরুল হক পারভেজ চৌধুরী সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাসিউদ্দিন আনোয়ার আহমদ, অর্থ বিভাগের উপ পরিচালক নুরুজ্জামান মাসুদ, ডেপুটি রেজিস্ট্রার মোর্শেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক ও বিভিন্ন শাখার প্রধানগন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইবির ১৫ লক্ষ টাকা অনুদান

সংবাদটি শেয়ার করুন