বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময়

শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময়

বাগেরহাটে শিক্ষার গুনগত মানোন্নয়নে সার্বিক বিষয়ের উপর সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের অভিভাবকদের সাথে গতকাল মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গত শনিবার বিকালে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেণ সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ইসিটি হাফিজ আল আসাদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ মোসাব্বেরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হালদার, সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি শেখ আমল হোসেনসহ বিদ্যালয় দুটির অভিভাবক বৃন্দরা।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিদ্যালয়ের ভিতরে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের ঘটনা প্রমানিত হলে কঠোর ব্যবস্তা গ্রহন করা হবে। এছাড়া এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বরে স্কুল খুললে ডিসেম্বরেই প্রাথমিক সমাপনী পরীক্ষা

সংবাদটি শেয়ার করুন