শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সংবর্ধনা-বৃত্তি পেলো মেধাবী শিক্ষার্থীরা

সংবর্ধনা-বৃত্তি পেলো মেধাবী শিক্ষার্থীরা

স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে কর্মরত বে-সরকারি সংস্থা হীড বাংলাদেশ দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯৮ মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও এককালিন উপবৃত্তি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্তজা আলী শাহ, পার্বতীপুর শাখা ব্যবস্থাপক লিটন মিয়া ও সৈয়দপুর শাখা ব্যবস্থাপক যোগেশ মন্ডল ও মন্মথপুর শাখা ব্যবস্থাপক রতন চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ দিনাজপুরের এলাকা ব্যবস্থাপক অলোক কুমার মন্ডল। পার্বতীপুর শাখা ব্যবস্থাপক লিটন মিয়া বলেন, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় পার্বতীপুরে ৫ হাজার ৮৩৩ সুবিধাভোগী পরিবার রয়েছে। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন এসব পরিবারের ৩৯৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য সংবধর্না ও এককালিন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  করোনায় অনলাইন ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

সংবাদটি শেয়ার করুন