রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মাছের মেলায় এক বাঘাইড়ের দাম ৬৫ হাজার

মাছের মেলা বন্ধ, লোকসান কোটি টাকা

বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষসংক্রান্তির এ উৎসবকে ঘিরে প্রতিবছরই শ্রীমঙ্গলে আয়োজন হয় মাছের মেলা।

গত বুধবার থেকে মেলা আয়োজন করা হলেও জমজমাট হয়ে উঠে বৃহস্পতিবার। চলবে শুক্রবার পর্যন্ত। মেলার মূল আকর্ষণ বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী মফিজ মিয়া ৬৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি মেলায় নিয়ে আসেন। যা ক্রেতাদের নজর কাড়ছে। ক্রেতা ও দর্শনার্থীরা একনজর মাছটিকে দেখার জন্য ভিড় করছেন। মফিজ মিয়া জানান, মাছটি ৬৫ হাজার টাকা হলে বিক্রি করবেন। এখন পর্যন্ত এর দাম ৪৫ হাজারে উঠেছে। নির্ধারিত দাম না পেলে মাছটিকে কেটে বিক্রি করবেন বলে জানান তিনি।

এছাড়াও মেলা উপলক্ষে পুরো বাজারে বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে। রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়সহ বড়-বড় আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে মেলায় নিয়ে এসেছেন। ৩ দিনব্যাপী এ মেলায় শ্রীমঙ্গল উপজেলার বাইরে থেকেও অনেকে মাছ কিনতে আসেন।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সাগরে ইলিশ নদীতে হাহাকার

সংবাদটি শেয়ার করুন