শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমবে আকরিক লোহার দাম

চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকায় কমে আসতে পারে আকরিক লোহার দাম। এদিকে চাহিদা বাড়ায় বাড়তে পারে ধাতব কয়লার দাম। ইস্পাতের চাহিদা ও দামে খুব একটা প্রবৃদ্ধি না থাকলেও দামে ধস নামার সম্ভাবনা ক্ষীণ।

সম্প্রতি লন্ডন মেটাল এক্সচেঞ্জের এক আয়োজনে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা করপোরেশনের (সিটি) গবেষণা বিশ্লেষক ট্রেসি লিয়াও এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ২০২০ সালে চীনের বাজারে ৬২ শতাংশ পরিশোধিত আকরিক লোহার দাম দাঁড়াতে পারে টনপ্রতি গড়ে ৮০ ডলার। চলতি বছর শেষে ধাতু পণ্যটির দাম হতে পারে প্রতি টনে গড়ে ৯৪ ডলার। অর্থাৎ আগামী বছর আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম টনপ্রতি গড়ে ১৪ ডলার করে কমে যেতে পারে।

লিয়াওয়ের দেয়া তথ্য অনুযায়ী, খনিজ পণ্যটির দরপতনের ধারা অব্যাহত থাকতে পারে পরের বছরও। ২০২১ ও ২০২২ সালে আকরিক লোহার দাম টনপ্রতি গড়ে ৬০ ডলারে নেমে আসতে পারে। যেখানে গত বছর ধাতুটির দাম কমে টনপ্রতি ৬৯ ডলারে নেমেছিল।

সে হিসাবে গত বছরের তুলনায় ২০১৯ সালটি ছিল আকরিক লোহার জন্য একটি দুর্দান্ত বছর। মূলত চাহিদা অনুপাতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট এ সময় ধাতু পণ্যটির দামে চাঙ্গা ভাবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  বাজারে আসছে তিন লাখ মেট্রিক টন সবজি

সংবাদটি শেয়ার করুন