রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম

নওগাঁর আড়তে বৃদ্ধি পেয়েছে দেশীয় মাছের সরবরাহ। ফলে সকল ধরনের মাছের মূল্য কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। জেলার বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে।

আর এসব মাছ বিক্রির জন্য পাইকারি আড়তে আসে। ভোরের আলো ফোটার সাথে সাথে সান্তাহার বাইপাস আড়তে, বাড়তে থাকে মাছের সরবরাহ। সেই সাথে পাইকারদের হাঁকডাকে জমে উঠে মাছের বেচাকেনা। ফলে সরবরাহ বাড়ায় মূল্য কমেছে চাষ করা মাছের। গেল সপ্তাহের চেয়ে কেজিতে ২০-৩০ টাকা কমেছে মাছের মূল্য। তবে এতে মাছ চাষিরা হতাশ হলেও ব্যাপক খুশি ক্রেতারা ।

এদিকে পুকুরে চাষ করা মাছের খাবারের দামের তুলনায় মাছের ন্যায্য মূল্য না পাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।

ব্যবসায়ীরা বলেন, চলতি বছর কয়েক দফা বন্যায় বিল জলাশয়ে মাছ বাড়ার প্রভাবেই বাজারে মাছের সরবরাহ বেড়েছে বলে জানান সান্তাহার পৌর আড়ৎ সমিতির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া।

জেলার মৎস্য কার্যালয়ের তথ্য মতে, চলতি বছর জেলায় ৭৮ হাজার মেট্রিক টন মাছ উপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এবার তা ছাড়িয়ে যাবে। আর এই ১৮ হাজার নিবন্ধিত চাষি মাছ উৎপাদনে জড়িত।

আনন্দবাজার/এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাঙামাটির আম যাচ্ছে যুক্তরাজ্য-ইতালিতে

সংবাদটি শেয়ার করুন