শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমুখী সোনা, ঊর্ধ্বমুখী রুপা

বিশ্ববাজারে স্বর্ণের দাম উর্ধ্ধমূখী থাকলেও গত কয়েক দিনে বড় উত্থানের পর পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। কিন্তু বেশ শক্তভাবে অবস্থান করছে রুপা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা ১৯২৬ দশকমিক ৪৯ ডলারে বিক্রি হয়। যা আগের কার্যবিবসের চেয়ে ৩ দশমিক ১৫ ডলার কম। আগের কার্যদিবসের চেয়ে ০ দশমিক ১৬ ডলার বেড়ে প্রতি আউন্স রুপার দাম ২৫ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

সোনার দাম ওঠানামায় অস্থির থাকলেও মোটামুটি উত্থানের পথেই রয়েছে রুপা। ৯ অক্টোবরও এক আউন্স রুপার দাম বেড়েছে ১ দশমিক ২৭ ডলার। ৮ অক্টোবর দামের ঊর্ধমুখী প্রবণতা ধরে রেখেছে ধাতুটি। এর আগে ৬ অক্টোবর প্রতি আউন্স রুপার সবশেষ দাম ২৩ দশমিক ১৮ ডলার থাকলেও পরের দিন বেশখানিক উঠে ৭ অক্টোবর দাঁড়ায় ২৩ দশমিক ৮১ ডলারে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দামের এই অস্থিতিশীল অবস্থার জন্য করোনাভাইরাসের টিকা বাজারে আসার অনিশ্চয়তা যেমন দায়ী তেমনি বড় প্রভাবক হিসেবে কাজ করছে শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  ঈদের আগে দাম কমলো সয়াবিন তেলের

সংবাদটি শেয়ার করুন