শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনার পথে হাটছে রুপা

ইউরোপে নতুন করে আবারো বাড়তে শুরু করেছে নভেল করোনা ভাইরাসের প্রকোপ। আর এ প্রকোপের কারণে বিশ্ববাজারের বেড়েছে মূল্যবান ধাতু রুপার দাম। দফায় দফায় দাম বেড়ে আগস্টের শুরুতে রুপার দাম ২০১৩ সালের মার্চে পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। প্রতি আউন্স রুপার দাম ২৮ দশমিক ২৬ ডলার স্পর্শ করে।

তবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্য সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স রুপার দাম দশমিক ৩৫ ডলার কমে ২২ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে। অবশ্য আগের চার কার্যদিবসে রুপার দামে আরও বড় পতন হয়েছে। ফলে ওই সপ্তাহজুড়ে রুপার দাম কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ।

বড় এই দরপতনের ফলে মাসের ব্যবধানে বিশ্ববাজারে রুপার দাম কমেছে ১৬ দশমিক ৯৩ শতাংশ। তবে বছরের ব্যবধানে এখনো রুপার দাম ৩৪ দশমিক ৫১ শতাংশ বেশি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এ ধাতুটির দাম উর্ধ্ধমুখী হওয়ার কারণে দেশের বাজারেও এর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের সোমবারই বোঝা যাবে দাম বাড়বে নাকি কমবে?

বিদায়ী সপ্তাহের শুক্রবার রুপার দাম ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এতে সপ্তাহজুড়ে এই ধাতুটির দাম বাড়ল ৫ দশমিক ৪১ শতাংশ। স্বর্ণের দামের বড় উত্থানের দিনে রূপার দামেও বড় উত্থান হয়েছে। শুক্রবার প্রতি আউন্স রূপার দাম বেড়েছে ১ দশমিক ১৬ ডলার বা ৪ দশমিক ৮৬ শতাংশ। এর মাধ্যমে প্রতি আউন্স রূপার দাম বেড়ে ২৪ দশমিক ৯৮ ডলারে উঠেছে।

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  এক কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

সংবাদটি শেয়ার করুন