শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নিয়ন্ত্রণহীন সবজির বাজার

দিনাজপুরে দিনের পর দিন বেড়েই চলেছে সবজির দাম। গত ২ সপ্তাহে প্রতিটি সবজির মূল্য কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।ফলে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া অসহায় সব মানুষ।

তবে ব্যবসায়ীরা দাবি করছেন, চলতি বছর কয়েকদফা বন্যায় অতিবৃষ্টির কারণে সরবরাহ অনেক কমে গেছে। তাই সবজির মূল্য বেড়েছে।

এদিকে দিনাজপুরের সবজির পাইকারি বাজারেও একই অবস্থা। পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে সকল ধরনের সবজির মূল্য। ঝিংগা, মরিচ, বেগুন, কচু,পোটল, করলা, কেজিতে ১৫-২০ টাকা বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। বাজারে কোনও সবজিই মিলছে না ৫০ থেকে ৬০ টাকার নিচে।

এই ব্যাপারে কৃষকরা জানান, অতিবৃষ্টি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সকল রকম সবজির মূল্য বৃদ্ধি পাওয়াতে বাজারে এসে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

তবে চলতি বছর জেলায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  আমের পচন রোধে রাজশাহীতে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

সংবাদটি শেয়ার করুন