বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে আবারো বাড়ছে পেঁয়াজের দাম

কিছুদিন স্থিতিশীল থাকার পরে আবারও বাড়তে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ৫ টাকা করে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বন্দর দিয়ে সড়ক ও রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ায় পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সেদেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমায় দাম বাড়তির দিকে রয়েছে। যে কারণে বন্দর দিয়ে ৩০/৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ২০/২২ ট্রাক করে আমদানি হচ্ছে। বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও সম্প্রতি বন্দর দিয়ে নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে যার কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে মাছের মেলায় এক বাঘাইড়ের দাম ৬৫ হাজার

সংবাদটি শেয়ার করুন